বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

কোম্পানীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৫ পিএম

শেয়ার করুন:

loading/img

নোয়াখালীর কোম্পানীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে মোশারফ হোসেন (৪৩) নামে ব্যক্তি নিহত হয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।


বিজ্ঞাপন


বুধবার (৬ আগস্ট) ভোরে উপজেলার রামপুর ইউনিয়নের রামপুর গ্রামের মৃত. শামসুল হুদার ছেলে মালয়েশিয়া প্রবাসী সাইফুদ্দিনের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

মোশারফ হোসেন সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের মৃত. মোহাম্মদ মোস্তফার ছেলে।

তার বিরুদ্ধে নোয়াখালী ও ফেনীর বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে। এর আগে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ বাচ্চার খাবার খেয়ে ফেলায় মারধর করে গৃহকর্মীকে হত্যা


বিজ্ঞাপন


জানা যায়, বুধবার ভোর সাড়ে ৪টায় মালয়েশিয়া প্রবাসী সাইফুদ্দিনের বসতঘরে চুরি করতে দু’জন অজ্ঞাত লোক দরজার নিচের মাটিতে সিঁদ কেটে ঘরে প্রবেশ করে। সেসময় সাইফুদ্দিনের পরিবারের লোকজন সেনবাগে তাদের আত্মীয়ের বাড়িতে ছিলেন। তাদের ঘরে আওয়াজ শুনে পাশের ঘরে থাকা সাইফুদ্দিনের ফুফাত ভাই জুনায়েদ সাইফুদ্দিনের বড় ভাই বাহার উদ্দিন মিজানকে ফোন করলে তিনি ঘরের সামনে আসেন।

বিষয়টি টের পেয়ে একজন পালিয়ে যেতে সক্ষম হলেও মোশারফ হোসেন আটকা পড়ে। পালিয়ে যাওয়া চোরকে ধাওয়া করলে সে মিজানের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। মিজানের চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এসে মোশাররফকে বেঁধে গণপিটুনি দিলে সে ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে পুলিশ সকালে নিহতের মরদেহ উদ্ধার করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর