শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

মাদারীপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০, ককটেল বিস্ফোরণ

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০১ পিএম

শেয়ার করুন:

loading/img

মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার বেলা ১২টা থেকে দফায় দফায় দুপুর ৩টা পর্যন্ত কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের ফাসিয়াতলা এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আহতদের মধ্যে ৬ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন- বাবু মোল্লা (৩৬), রব তালুকদার (৮০), রিয়াদ সরদার (২৫), সাজ্জাদ ব্যাপারী (২৮),  জাহিদুল সরদার (২২), বাবু শরীফ (৩৫)। আহতরা সবাই আলীনগর ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলিনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শাহেদ পারভেজ ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী মো. হাফিজুর রহমান সরদারের সঙ্গে বিরোধ চলে আসছিল। বেলা ১১টার দিকে সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান তার লোকজন নিয়ে একটি পুরানো পরিত্যক্ত ইটভাটা চালু করতে যান। এ সময় স্থানীয় লোকজন অবৈধ ইটভাটা দাবি করে তাদের বাঁধা দেন। এ সময় বর্তমান চেয়ারম্যান শাহেদ পারভেজের কয়েকজন সমর্থকদের মারধর করার অভিযোগ ওঠে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি দোকাটপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। উভয়পক্ষের লোকজন বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। এ সময় আহত হয় উভয়পক্ষের অন্তত ১০ জন। আহতদের মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বর্তমান ইউপি চেয়ারম্যান শাহেদ পারভেজ  বলেন, লোকালয়ের মধ্যে এই ইটভাটাটি অবৈধ। তাই এটি প্রশাসন বন্ধ করে দিয়েছে। তারপরেও সাবেক চেয়ারম্যান তার আধিপত্য দেখাতে লোকজন নিয়ে অবৈধ ইটভাটাটি চালু করতে যান। পরে স্থানীয় লোকজনের সাথে তিনি সংর্ঘষে জড়িয়ে পড়েন। পরে আমাদের লোকজন এলাকাবাসীর পক্ষে দাঁড়িয়ে তাদের রক্ষা করতে গেলে তারাও হামলার শিকার হন। এ সময় আমাদের ৫ থেকে ৭ জন আহত হয়েছেন।

এ সম্পর্কে সাবেক ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান সরদার বলেন, আমি আমার ভাটার কাজ চালু করতে গেছি। তখনই তার (শাহেদ পারভেজ) লোকজন এসে আমাদের ওপর হামলা চালায়। নির্বাচনে জয়লাভ করার পর থেকেই তারা (শাহেদ পারভেজ) আমাদের লোকজনের ওপর এভাবেই হামলা চালিয়ে যাচ্ছে। আমি এ ঘটনার বিচার চাই। আমার ভাটাটি অবৈধ নয়, এটি পরিবেশের ছাড়পত্রসহ সব কাগজপত্র রয়েছে। তবুও শাহেদের কারণে ভাটাটি আমি চালু করতে পারছি না।


বিজ্ঞাপন


জানতে চাইলে কালকিনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, সাবেক ও বর্তমান চেয়ারম্যানের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই দুপক্ষ সরে পড়ে। ফের সংঘর্ষ এড়াতে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওসি আরও বলেন, দুপক্ষের সংঘর্ষে দুই তিনটি দোকানপাট ও ঘরবাড়িতে ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। ক্ষতিগ্রস্তরা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন