কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মাদাইখাল কালী মন্দিরে পূজায় আসা মহিলাদের অলঙ্কার ছিনতাইয়ের সময় দুই নারীকে আটক করে পুলিশ দিয়েছে জনতা।
শনিবার (১৬ এপ্রিল) বিকেলে এই ঘটনা ঘটে। আটকৃতরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিমনগর এলাকার বাসিন্দা সামসুদ্দিনের স্ত্রী আছমা বেগম (৪৫) এবং সুন্দর আলীর স্ত্রী রেশমা খাতুন (২২)। তারা শাঁখা-সিদুঁর পরে হিন্দু নারীর বেশে মন্দির প্রবেশ করে। সেখানে সুযোগ বুঝে নারী পূজারিদের গলা থেকে সোনার চেইন ছিনতাইয় করে বলে অভিযোগ করেন পূজারীরা।
বিজ্ঞাপন
পূজা উদযাপন কমিটির সভাপতি কৃষ্ণ চন্দ্র সরকার বলেন, শনিবার পূজার অষ্টমি ও শেষ দিনে মন্দিরে ভক্তের সমাগম ঘটে অনেক বেশি। এ সুযোগ কাজে লাগিয়ে পূজারীদের ছদ্মবেশে ভিড়ে ঢুকে ছিনতাই করছিল ওই দুই নারী।
দুপুরে মন্দিরের ভেতর পূজা-অর্চনা এবং বাইরে পশু বলিদান চলছিল। এসময় কালীর পায়ে প্রণাম ও অর্ঘ্য প্রদানে দূর দূরান্ত থেকে আসা পুরুষ ও মহিলা ভক্তরা দুই ভাগে বিভক্ত হয়ে এক পাশ দিয়ে মন্দিরে প্রবেশ করে অপরদিক দিয়ে বের হওয়ার সময় অনেক ভিড় জমে যায় মন্দিরে। হঠাৎই সেখান থেকে কয়েকজন মহিলা ভক্ত তাদের স্বর্ণালঙ্কার হারিয়ে কান্না শুরু করেন।
মুহুর্তেই স্বর্ণালংকার হারানোর খবর ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর আবারও দুইজন মহিলা ভক্তের গলা থেকে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের সময় তারা দুইজন নারী ছিনতাইকারীকে ধরে ফেলেন। পরে তাদেরকে নাগেশ্বরী থানা পুলিশের কাছে সোঁপর্দ করা হয়।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
বিজ্ঞাপন
এএ