বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২২, ০৪:২২ পিএম

শেয়ার করুন:

loading/img
প্রতীকী ছবি

টাঙ্গাইলের নাগরপুরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দুয়াজানী গ্রামে এই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ওই নারীর নাম নুরভানু (৫৮)। তিনি দুয়াজানী গ্রামের বাবুল মিয়ার স্ত্রী।

নুরভানুর স্বামী বাবুল মিয়া বলেন, ‘আমি সকালে জমিতে সেচ দেওয়ার জন্য সার নিয়ে চলে যাই। পরে হত্যার খবর পেয়ে বাড়িতে এসে রান্না ঘরের সামনে আমার স্ত্রীর রক্তাক্ত মরদেহ পরে থাকতে দেখি। যারাই আমার স্ত্রীকে হত্যা করেছে আমি তাদের উপযুক্ত শাস্তি চাই।’  

পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এছাড়াও লাশের ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীসহ কয়েক জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও পারিবারিক কলহের কারণে এ হত্যা সংঘটিত হতে পারে বলে ধারণা করছে পুলিশ। 


বিজ্ঞাপন


 

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub