বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

রৌমারীতে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৬ এএম

শেয়ার করুন:

loading/img

কুড়িগ্রামের রৌমারীতে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা বিএনপির আয়োজনে ফায়ার সার্ভিস এলাকা থেকে একটি শোভাযাত্রা বের হয়।


বিজ্ঞাপন


এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এর আগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

আলোচনা সভায় রৌমারী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সহসভাপতি শামছুল আলম মৌলভী, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রঞ্জু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক মঞ্জুরুল ইসলাম, সদস্য সচিব মশিউর রহমান পলাশ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসাইন রানা, সদস্য সচিব ফারক আহমেদ বাবু, ইউনিয়ন বিএনপির সভপতি শফিউর রহমান, কাজিম উদ্দিন, মতিউর রহমান মতি, আবুল হোসেন, মনিরুজ্জামান, নুরুল ইসলাম প্রমুখ।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন