মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মাদক মামলায় যাবজ্জীবন, ১৩ বছর পর আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৩, ০৮:১০ এএম

শেয়ার করুন:

মাদক মামলায় যাবজ্জীবন, ১৩ বছর পর আসামি গ্রেফতার

ঢাকার মাদক মামলায় যাবজ্জীবন দণ্ড পাওয়া এক আসামিকে মানিকগঞ্জ থেকে গ্রেফতার করেছে বরিশালের পুলিশ।

বুধবার (৩০ আগস্ট) উজিরপুরে মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. রাকিবুল ইসলাম জানান, র‌্যাব-৪ এর সহায়তায় মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


দণ্ডিত জাহিদ হাসান ওই উপজেলার পাথুনিয়াকাঁঠি গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদের ছেলে। 

এসআই রাকিবুল ইসলাম বলেন, ২০১০ সালের ঢাকা রামপুরা থানার একটি মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত। রায় ঘোষণার আগে থেকে পলাতক ছিলেন জাহিদ হাসান। পরে তার গ্রেফতারি পরোয়ানা আসে উজিরপুর থানায়।

তিনি আরও বলেন, খবর পেয়ে মঙ্গলবার রাতে র‌্যাব- ৪ এর সহায়তায় মানিকগঞ্জ থেকে জাহিদকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার তাকে বরিশাল আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর