বরিশালের গৌরনদী উপজেলায় যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে এক ইঞ্জিনচালিত ভ্যানের যাত্রী নারী নিহত হয়েছে। এছাড়াও ভ্যানের চালক আহত হয়েছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উপজেলার আশোকাঠি স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানিয়েছেন।
নিহত যাত্রী হলেন রুবী আক্তার (৪৫)। সে আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের সুন্দরগাও গ্রামের বাসিন্দা।
বিজ্ঞাপন
আহত ভ্যান চালক হলেন—আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব পতিহার গ্রামের আলাউদ্দিন কাজী।
গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, বরিশালের দিক থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো নারায়নগঞ্জ-কুয়াকাটা রুটের বাস নিউ অন্তরা ক্ল্যাসিক। বাসটি আশোকাঠি স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকায় পৌঁছালে শাখা সড়ক থেকে মহাসড়কে উঠে পড়ে ইঞ্জিনচালিত ভ্যান। এতে বাসের সাথে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। তখন ভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়ে নিহত হয় নারী যাত্রী। গুরুতর আহত হয়েছে ভ্যানের চালক। তবে ভ্যানে থাকা কিশোর লাফিয়ে পড়ে নিজেকে রক্ষা করেছে। সে সম্পূর্ন সুস্থ বলে জানিয়েছেন বিপুল হোসেন।
তিনি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত ভ্যানচালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত নারীর লাশ মহাসড়ক থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গৌরনদী মহাসড়ক থানার ওসি গোলাম রসূল মোল্লা জানান, ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে রাখে। আধাঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিলো। তারা গিয়ে পরিস্থিতি শান্ত করেছেন। বাস আটক করা হলেও চালকসহ সংশ্লিষ্টরা পালিয়েছে। যাত্রীরা নিজ উদ্যোগে অন্য বাসে গন্তব্যে যাত্রা করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি