শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

বরগুনায় অবৈধভাবে বালু উত্তোলন: দু’জনের কারাদণ্ড, ড্রেজার জব্ধ

জেলা প্রতিনিধি: বরগুনা
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৩, ১১:০২ পিএম

শেয়ার করুন:

loading/img

বরগুনার বেতাগীতে বিষখালী নদীতে ড্রেজার দিয়ে অ-ইজারাকৃত বালুমহাল হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জাহাঙ্গীর (৩৬) ও রাহাত (৩৩) নামের দু’জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ড্রেজার মালিক সুনীলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সেই সঙ্গে ১টি ভলগেটসহ (বালু টানার কার্গো জাহাজ) ও ড্রেজার জাহাজ জব্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত।


বিজ্ঞাপন


শনিবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ এই বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেন।

অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিপুল শিকদার, বেতাগী থানা পুলিশ ও সংশ্লিষ্টরা সহযোগিতা করেন।

আরও পড়ুনঃ রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যৌথ টহল

অভিযান সূত্রে জানা গেছে, বরগুনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) তত্ত্ববধানে ভোর রাত হতে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


এসময় উপজেরার বিষখালী নদীর চরখালী-গ্রামর্দ্দন বালু মহাল হতে সরকারি নির্দেশ অমান্য করে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার শ্রমিক কাঠালিয়া উপজেলার সোনাউডা গ্রামের জাহাঙ্গীর (৩৬) ও পটুয়াখালী জেলার ছোট বিগাই গ্রামের রাহাত (৩৫) দুই ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ড্রেজার মালিক সুনীলকে ১ লাখ টাকা জরিমানা করেন।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মালিক ও বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর