মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

ছাত্র নির্যাতনে মামলা: গা ঢাকা দিলেন অভিযুক্ত শিক্ষক

জেলা প্রতিনিধি: রংপুর
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৩, ১০:৩৪ পিএম

শেয়ার করুন:

loading/img

রংপুরের গঙ্গাচড়ায় মাদরাসা শিক্ষক হামিদুল ইসলামের বিরুদ্ধে ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত ছাত্রকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ নিয়ে শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে থানায় মামলা হলে গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত শিক্ষক।


বিজ্ঞাপন


বুধবার (২৩ আগস্ট) রাতে গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নের দক্ষিণ মৌভাষা মডেল হাফিজিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।

শনিবার (২৬ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন, গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল হোসেন।

আরও পড়ুনঃ কুমিল্লায় গাছে ঝুলিয়ে নির্যাতনের ভিডিও ভাইরাল, ইউপি সদস্য আটক

মামলা ও স্থানীয়দের সূত্রে জানা যায়, গংগাচড়ার দক্ষিণ মৌভাষা মডেল হাফিজিয়া মাদরাসার ছাত্র মাহমুদ হাসান মুরাদকে (৯) বুধবার রাতে প্রধান শিক্ষক হামিদুল ইসলাম ঘুম থেকে জাগিয়ে এক শিক্ষকের কক্ষের দরজা বন্ধ করে বেধড়ক মারপিট করেন। এতে মুরাদ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলে তাকে কক্ষের বাইরে এনে জ্ঞান ফেরায় মাদরাসার অন্য ছাত্ররা। বৃহস্পতিবার আহত ছাত্র মুরাদ বেশি অসুস্থ হয়ে পড়লে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।


বিজ্ঞাপন


মর্ণেয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান বলেন, লেখাপড়ার জন্য নয়, এক শিক্ষকের বাসার চার্জার লাইট চুরি করেছিল বলে ছাত্র মুরাদকে মারধর করা হয়েছে। পরে আমি বিষয়টি মিমাংসা করে দিয়েছি।

আহত ছাত্রের ভাই মাহবুবুর রহমান বলেন, আমাদের সঙ্গে চেয়ারম্যান কোনো প্রকার যোগাযোগ করেনি। বরং একপক্ষ নিয়ে উনি কথা বলছেন। আমার ভাইকে নির্মমভাবে পেটানো হয়েছে। এতে করে সে বসতে ও চলাফেরা করতে পারছে না। আমার ভাইয়ের ওপর নিমর্ম নির্যাতনের ঘটনায় আমি অপরাধীদের শাস্তির দাবি করছি।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত গা ঢাকা দিয়েছে। আমরা অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি। খুব অল্প সময়ে গ্রেফতার হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন