একাত্তরের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার আর নেই। অসুস্থতাজনিত কারণে শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে নিজ বাড়িতে মারা যান তিনি। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাহ ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
শনিবার (২৬ আগস্ট) সকাল ১০টার নালিতাবাড়ীর নন্নী পূর্বপাড়া নিজ বাড়ির প্রাঙ্গণে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে গার্ড অব অনার প্রদান করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল।
বিজ্ঞাপন
এসময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধাগণ ও জনপ্রতিনিধিসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ। পরে তাকে বাড়ির পাশে দাফন করা হয়। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
টিবি

