সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ঢাকা

দুমকিতে ঋণের দায়ে যুবকের আত্মহত্যা

জেলা প্রতিনিধি: পটুয়াখালী
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৩, ০৪:০০ পিএম

শেয়ার করুন:

loading/img

পটুয়াখালীর দুমকি উপজেলায় সংসারের ব্যয় সামলাতে না পেরে ঋণগ্রস্ত হয়ে মামুন মৃধা (৩৭) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

শুক্রবার (২৫ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের সাতানি গ্রামে এ ঘটনা ঘটে। মামুন মৃথা ওই এলাকার আঃ করিম মৃধার ছেলে। 


বিজ্ঞাপন


স্থানীয়রা জানান, নিজের আয়-উপার্জন না থাকায় ঋণগ্রস্ত হয়ে পড়েন মামুন মৃধা। সংসারের ব্যয়ভার বহন করতে পারছিলেন না। স্থানীয়দের কাছেও পরিবার পরিচালনার অক্ষমতার কথা জানিয়েছিলেন তিনি। 

মামুনের ভাই লুৎফর মৃধা বলেন, মামুন প্রতিদিনের মতো ফজরের নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়। পরে শুনেছি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 

তিনি আরও বলেন, সংসার চালানোর জন্য মামুন অনেক টাকা ঋণ নিয়েছিলেন। এ দুশ্চিন্তা থেকে আত্মহত্যা করতে পারে।

স্থানীয় ইউপি সদস্য মো. সোহরাফ হোসেন জানান, তাদের পারিবারিক কোনো সমস্যা নেই। মামুন কীভাবে সংসার চালাবেন এ বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। এ হতাশার কথা অনেকের কাছেই বলেছিলেন।


বিজ্ঞাপন


দুমকি থানার ওসি (তদন্ত) মো. মাহাবুবুর রহমান বলেন, যতটুকু জানা গেছে মামুনের পারিবারিক কোনো সমস্যা নেই। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর