এক হাতে ছোট ভাইয়ের ছবি। অন্য হাতে ছোট কাগজে মোবাইল নম্বর। ছলছল চোখে ছোট ভাইকে ফিরে পাওয়ার আকুতি জানিয়ে পথে পথে হাঁটছেন এক বড় ভাই। এগিয়ে গিয়ে ঘটনার বিস্তারিত জানতে চাইতেই বুঝি ভেঙে গেল আবেগের বাঁধ। চোখের জলে ভিজল কোপল।
গত ১৩ আগস্ট থেকে রাব্বি শেখ (১২) খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর থেকেই গ্রামে, গঞ্জে, হাটে-বাজারে সন্ধান করছেন। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে ভাইকে খুঁজছে বড় ভাই। রাব্বি শেখ (১২) বাড়ি খুলনা জেলার দৌলতপুর থানার দেয়ানা ইউনিয়নের দেয়ানা গ্রামে তার বাড়ি।
বিজ্ঞাপন
বড় ভাই সাব্বির শেখ বলেন, গত ১৩ আগস্ট কাউকে কিছু না বলেই বাড়ি থেকে পালিয়ে যায় ছোট ভাই রাব্বি শেখ (১২)। আশে-পাশে সব জায়গায় তাকে খুঁজে আর পাওয় যায়নি। তাকে খুলনার আশেপাশে জেলা ও থানাতে খুঁজা হাচ্ছে। সেই হিসেবে ট্রেনে করে ভোরে এসেছি যশোরে খুঁজতে। শহরের বিভিন্ন জায়গায় খুঁজেছি। দড়াটানা এলাকার কয়েক জন আমাকে বলেছেন, ছোট এক ছেলের সাথে গরীব শাহ্ মাজা দুই দিন ঘুরতে দেখেছে। তবে আজ থেকে (বৃহস্পতিবার) মাজারে আর তাকে দেখা যাচ্ছে না। রাব্বি এ শহরে আছে; তাকে খুঁজে দেন আপনার বলে কান্না শুরু করে।
কান্নাজড়িত কণ্ঠে নিখোঁজের বড় ভাই আর বলেন, তাদের বাবা তাদেরকে শৈশবে রেখে পালিয়ে গেছে। তার পর থেকে মা পারভিনা বেগম মানসিক ভারসাম্যহীন। বাড়িতে শুধু বসে আছে। আর মাঝে মাঝে ছেলের কথা মনে পড়লে রাব্বি রাব্বি বলে চিৎকার করছে। তবে এই বিষয়ে থানায় কোন অভিযোগ দেয় হয়নি।
কোন হৃদয় ব্যক্তি রাব্বি শেখকে পেলে অবশ্যই খুলনা জেলার দৌলতপুর থানার দেয়ানা ইউনিয়নের দেয়ানা গ্রামের নানা হামিদ শেখের সাথে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। অথবা নানার ফোন নম্বর (০১৬০৮-১৬৩৮১৫)।

