ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের ভাঙাদোকান এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই স্কুলশিক্ষার্থীসহ ৫ জন আহত হয়েছেন।
বুধবার (২৩ আগস্ট) সকালে চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান যাত্রীবহনকারী লেগুনাকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
এতে মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জোহানা আক্তার বিথী ও অমিত সড়ক দুর্ঘটনায় আহত হয়। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (মাস্তান নগর হাসপাতাল) কর্তৃব্যরত চিকিৎসক ডা. মৌমিতা রায় জানান, দুর্ঘটনায় দুই স্কুলশিক্ষার্থীসহ মোট পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছিল।
আরও পড়ুনঃ রংপুরে এক যুবকসহ দুই গৃহবধূর আত্মহত্যা
এদের মধ্যে স্কুল শিক্ষার্থীদের অবস্থা গুরুত্বর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
মিরসরাইয়ের মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলম জানান, বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জোহানা আক্তার বিথী ও অমিত সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে।
তাদেরকে মাস্তান নগর হাসপাতাল থেকে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের উভয়ের মাথায় বেশি আঘাত লেগেছে বলে জানিয়েছে চিকিৎসক।
প্রতিনিধি/এসএস

