হার্ট এটাকে বাবা মারা যান সকাল ১১টায়। এরপর বাবাকে কবর দেওয়া নিয়ে যখন সবাই ব্যস্ত, ঠিক সেই সময়ে দুপুর ১টা থেকে ২টার কোনো এক সময়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে আশিক (১৮) নামে এক তরুণ।
ঘটনাটি ঘটেছে রংপুর জেলার পীরগাছা উপজেলার ১ নম্বর কল্যানী ইউনিয়নের তালুক উপাসু গ্রামে।
বিজ্ঞাপন
বুধবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় বিষয়টি নিশ্চিত করেছেন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান।
আরও পড়ুনঃ সলঙ্গায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
ওসি জানান, দীর্ঘদিন থেকে নানা রোগে ভুগছিলেন নাজিমুদ্দিন। তিনি আজ বেলা ১১টার সময় হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। কবরস্থানে বাবাকে মাটি দেওয়ার জন্য ছোট ভাই বড় ভাইকে খুঁজতে এসে দেখে বসতবাড়ি ঘরের দরজা বন্ধ। পরে দরজার উপর দিয়ে দেখেন বড় আশিক রশিতে ঝুলে আছেন। এমন তথ্য পেয়ে আমরা ঘটনাস্থলে আমরা এসেছি।
ছেলেটির একটি হাত পিছনের দিকে পাটের রশি দিয়ে বাধা ছিল। সেই সন্দেহ থেকে মরদেহ উদ্ধার করে পোষ্টমর্টেমের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছি। পোষ্টমর্টেম করলে বোঝা যাবে এটি আত্মহত্যা না হত্যা।
বিজ্ঞাপন
১ নম্বর কল্যাণী ইউনিয়নের চেয়ারম্যান নুর আলম জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। এক সঙ্গে বাবা ছেলের মৃত্যু। তবে আত্মহত্যাকারী ছেলেটি মাদকের সঙ্গে জড়িত ছিলেন। মানসিক সমস্যাও ছিল অনেকের বক্তব্য থেকে পাওয়া গেছে।
প্রতিনিধি/এসএস