বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

হাওলাদার ও সরদার বংশের দ্বন্দ্বে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি: বরিশাল
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৩, ০৮:২২ পিএম

শেয়ার করুন:

হাওলাদার ও সরদার বংশের দ্বন্দ্বে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

বরিশাল জেলার মুলাদীতে আধিপত্য বিস্তার নিয়ে হাওলাদার ও সরদার বংশের পূর্ব শত্রুতার জেরে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে বৃদ্ধ আবদুর রব হাওলাদারকে (৬০) হত্যা করেছে প্রতিপক্ষ।

মঙ্গলবার (২২ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নে চরকমিশনার গ্রামের বাদামতলা এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান এই ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহত আবদুর রব হাওলাদার (৬০) চর কমিশনার গ্রামের মৃত ধলু হাওলাদারের ছেলে।

ওসি মাহবুবুর রহমান জানান, বরিশালের বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে হাওলাদার ও সরদার বংশের মধ্যে দীর্ঘদিন বিরোধ রয়েছে। দুই বংশের বিরোধে সংঘর্ষ ও একাধিক হত্যার ঘটনাও ঘটেছে। ধারাবাহিকতায় সরদার বংশের লোকজন হাওলাদার বংশের একজনকে কুপিয়ে হত্যা করেছে। লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসি মাহাবুব আরও বলেন, এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় আনা হয়েছে। কোনো অভিযোগ পাইনি। পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞাপন


নিহতের ছেলে আব্বাস হাওলাদার বলেন, সাড়ে আটটার দিকে তার বাবা অটোরিকশায় চড়ে খাসের হাটে বাজার করার উদ্দেশে রওনা দেয়। স্থানীয় বাদামতলা এলাকায় পৌঁছানো মাত্র কামাল সরদার, জামাল সরদার, মাহিদ সরদার, তোতা সরদার, আহসান সরদার, ইব্রাহিম সরদারসহ ৩০/৩৫ জন দা, রামদা, লোহার রড, টেটাসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। হামলাকারীরা বাবাকে অটোরিকশা থেকে নামিয়ে ইচ্ছেমতো কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়।

আব্বাস অভিযোগ করে আরও বলেন, এই ঘটনার আগেও মনির হাওলাদার নামে এক যুবক হত্যা হয়েছে। ওই মামলার আসামি জামাল সরদার ও কামাল সরদার। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তারপরও তারা প্রকাশ্যে চলাফেরা করেন। কিন্তু প্রশাসন তাদের গ্রেফতার করে না। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর