বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

চলন্ত অটোরিকশায় হঠাৎ আগুন

জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৩, ০৪:০৭ পিএম

শেয়ার করুন:

চলন্ত অটোরিকশায় হঠাৎ আগুন

কিশোরগঞ্জের করিমগঞ্জে চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশায় হঠাৎ করে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২২ আগস্ট) সকাল সোয়া ৮টার দিকে করিমগঞ্জ-কিশোরগঞ্জ সড়কের উপজেলার বাগানবাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।


বিজ্ঞাপন


সকালে কিশোরগঞ্জ শহরের পুরানথানা রেলক্রসিং থেকে সিএনজিচালিত অটোরিকশাটি করিমগঞ্জের বালিখলা ঘাটের উদ্দেশে যাচ্ছিল। পথে করিমগঞ্জ উপজেলার বাগানবাড়ি এলাকায় হঠাৎ অটোরিকশায় আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

করিমগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আরিফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেইলকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। তবে অটোরিকশাটি পুড়ে গেছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর