আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তোফায়েল আহমেদ বলেছেন, ভয়াল ২১ শে আগস্ট বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিল ষড়যন্ত্রকারীরা। সেদিন আইভি রহমানসহ অনেকেই নিহত হয়েছিলেন। ২১ আগস্ট আমাদের বাংলাদেশের ইতিহাসের কলঙ্কজনক দিন।
সোমবার (২১ আগস্ট) বেলা ১১টায় ভোলা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এ কথা বলেন।
বিজ্ঞাপন
এসময় তোফায়েল আহমেদ আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী আজ বাংলাদেশকে আন্তর্জাতিক বিশ্বে মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করেছেন।
এছাড়াও আগামী সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মী।
প্রতিনিধি/ এজে

