রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

খাবার খেয়েই ছটফটিয়ে মারা গেলো খামারের ১১টি গরু

উপজেলা প্রতিনিধি: সাভার-ধামরাই (ঢাকা)
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৩, ০৪:৫২ পিএম

শেয়ার করুন:

খাবার খেয়েই ছটফটিয়ে মারা গেলো খামারের ১১টি গরু

ঢাকার ধামরাইয়ে একটি খামারে খাবার খাওয়ার পর ছটফটিয়ে একে একে মারা গেছে ১১টি ফ্রিজিয়ান জাতের গরু। এ ঘটনায় আরও পাঁচটি গরু অসুস্থ হয়ে পরেছে।

সোমবার (২১ আগস্ট) সকালে ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের কাজীপাড়া এলাকার আসাদ এগ্রো ফার্মে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


খামারের মালিক আসাদ খান ঢাকা মেইলকে বলেন, ‘সোমবার সকালে গরুগুলোকে খাবার দেওয়ার পর এক এক করে ১১টি গরু মারা যায়। এরমধ্যে ষাঁড় তিনটা, ছোট গাভী দুইটা ও ছয়টা বড় গাভী মারা গেছে। এতে আমার প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। মারা যাওয়ার সময় প্রতিটা গরুর পায়খানার রাস্তা দিয়ে রক্ত বের হয়েছে। গত দুই বছর ধরে একই ধরনের খাবার পরিমাণ মতো গরুকে খাওয়াচ্ছি। আমার কোন শত্রু নেই। তবে কী কারণে গরুগুলো মারা গেল সেজন্য প্রয়োজনীয় নমুনা (খাবার, গোবর, রক্ত) পরীক্ষা করতে দেব।’ 

খামারের পরিচর্যাকারী সাদ্দাম হোসেন বলেন, ‘সকাল সাতটার দিকে সবগুলো গরুই ভালো ছিল। তারপর খাবার দিয়ে আমি বাড়ি চলে যাই।ঘন্টাখানেক পর জানতে পারি সেই খাবার খেয়ে একে একে ১১টি গরু মারা গেছে।’

তিনি আরো বলেন, ‘ভুসি, খৈল, অন্যান্য দানাদার খাবার মিক্সিং করে আমরা চার দিনের খাবার বানাই। তারপর খুব ভালো করে বস্তা টাইট করে বেঁধে রাখি। সেই দানাদার মিক্সিংটাই আজকে খাওয়ানো হয়। দুই বছর ধরে এভাবেই খাওয়াচ্ছি।

গত শনিবার বানানোর পর এই কয়দিন খাওয়ানোতে কোনো সমস্যা হয় নাই, কিন্তু আজ সকালে যখনই খাওয়ানো হইছে, তখনই গরুগুলো ছটফট করে শুয়ে পড়ে মারা গেছে।’


বিজ্ঞাপন


এ ব্যাপারে ধামরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সেলিম বলেন, ‘ঘটনাস্থলে আমাদের প্রতিনিধি যাচ্ছে, কী সমস্যা এবং সেখানকার প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করবে। ধারণা করা হচ্ছে, নাইট্রেট পয়জনিং হতে পারে। বর্ষাকালীন সময়ে ঘাসে প্রচুর নাইট্রেট থাকে সেজন্য নাইট্রেট পয়জনিং হয়। সেকারণে একসঙ্গে অনেক গরু মারা যাওয়ার সম্ভাবনা থাকে।’ 

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর