শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্কুলছাত্রীদের গালি দিয়ে টিকটক, ২ কিশোর আটক

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৩, ০৯:২০ এএম

শেয়ার করুন:

স্কুলছাত্রীদের গালি দিয়ে টিকটক, ২ কিশোর আটক

কুমিল্লায় স্কুলছাত্রীদের গালাগালি করে টিকটক ভিডিও তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ২ কিশোরকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন জব্দ করে টিকটক অ্যাকাউন্ট বন্ধ করা হয়।

রোববার (২০ আগস্ট) দুপুরে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের তাদের আটক করে। পরে তাদের মুরাদনগর থানায় সোপর্দ করা হয়।


বিজ্ঞাপন


মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল বারি বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকদের মধ্যে একজনের বয়স ১৪ বছর ও আরেকজনের বয়স ১৭ বছর। তাদের একজন চান্দিনা উপজেলার তীরচর গ্রাম ও অন্যজন দাউদকান্দি উপজেলার বীরতলা এলাকার বাসিন্দা।

জানা গেছে, গত বুধবার কুমিল্লা মুরাদনগর উপজেলার গোমতা ইসহাকিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা মেয়ে শিক্ষার্থীদের উদ্দেশে অশ্লীল গালাগালি করে টিকটক ভিডিও তৈরি করে একদল বখাটে কিশোর। পরে ফেসবুকে একটি পেজ থেকে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী। এর পরিপ্রেক্ষিতে টিকটকারদের আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে।

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক রাজেস বড়ুয়া বলেন, কুমিল্লা জেলা পুলিশ সুপারের নির্দেশে টিকটকারদের আটক করতে অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল দুপুরে তাদের আটক করে মুরাদনগর থানায় সোপর্দ করা হয়েছে।


বিজ্ঞাপন


ওসি মো. আজিজুল বারি জানান, আটক ২ কিশোরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর