বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ঢাকা

সাঈদীর মৃত্যু নিয়ে পোস্ট, নাজিরপুরে দুই ছাত্রলীগ নেতাকে অব্যহতি

জেলা প্রতিনিধি: পিরোজপুর
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৩, ১০:০১ পিএম

শেয়ার করুন:

সাঈদীর মৃত্যু নিয়ে পোস্ট, নাজিরপুরে দুই ছাত্রলীগ নেতাকে অব্যহতি

জামায়াতের নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর  পোষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়ায় পিরোজপুরের নাজিরপুরে দুই ছাত্রলীগ নেতাকে দলীয় পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে।  

অব্যহতি প্রাপ্ত  ওই দুই ছাত্রলীগ নেতারা হলেন উপজেলার দেউলবাড়ি দোবরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গাওখালী গ্রামের বাদশা মিয়ার  পুত্র ও ওই ইউনিয়ন  ছাত্রলীগের সভাপতি রুম্মান হোসেন  এবং একই ইউনিয়নের  ৮ নম্বর ওয়ার্ডের পাকুরিয়া গ্রামের আব্দুল মান্নান হাওলাদারের পুত্র  ও ওই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।


বিজ্ঞাপন


জানা গেছে, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপস ও সাধারন সম্পাদক মো. আল-আমিন শেখ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দেয়া  ওই অব্যহতির আদেশ রোববার (২০ আগস্ট) সামজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। 

উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপস জানান, ওই দুই নেতা গত ১৪ আগস্ট তাদের নিজস্ব ফেসবুক আইডিতে যুদ্ধাপরাধের অভিযোগে আজীবন কারাদণ্ড প্রাপ্ত জামায়াত নেতা  দেলেয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন। 

এ বিষয়ে জানতে অব্যহতি পাওয়া ছাত্রলীগ  নেতা রুম্মান হোসেনের সাথে মোবাবাইলে যোগাযোগ করা হলে বলেন, একজন মুসলমানের মৃত্যুর খবর শুনে অন্য মুসলামানের ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করা উচিত। সেই হিসাবে আমি ফেসবুকে তা লিখেছি। কোন জামায়াত নেতার প্রতি শোক জানাইনি’। 

একই যুক্তি দিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদকও। 


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর