মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

কুড়িগ্রামে জুয়া বিরোধী অভিযানে গ্রেফতার ১৩

জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৩, ০৭:০৪ পিএম

শেয়ার করুন:

loading/img

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় গভীর রাতে টর্চের আলোয় জুয়া খেলার সময় অভিযান চালিয়ে ১৩ জুয়াড়িকে গ্ৰেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ আগস্ট) রাজিবপুর থানা পুলিশ উপজেলার সদর ইউনিয়নের বালিয়ামারি ব্যাপারী পাড়া এলাকা থেকে জুয়াড়িদের গ্ৰেফতার করে।


বিজ্ঞাপন


গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি অভিযানিক দল গভীর রাতে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ওই স্থান থেকে ১৩ জুয়াড়িকে গ্ৰেফতার করে।

গ্ৰেফতার ব্যক্তিরা হলেন- রাজিবপুর উপজেলার সোহরাব হোসেন (২২), নয়ন ইসলাম (৩২), মিজানুর  রহমান(২৮), নুর নবী(৩৫), এরশাদুল  হক(৩০), খোকন মিয়া(২১), শাকিল খান (২৩), নুরু মিয়া(৩০), শুকুর  আলী (২৬), জালেফ মিয়া (২৩), মাইদুল ইসলাম (২৮), রাশেদুল ইসলাম (২৩), তাজুল ইসলামকে (৩০) গ্রেফতার করা হয়।

গ্ৰেফতার ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা রজু করে আদালতের পাঠানো হয়েছে।

রাজিবপুর থানার উপ পরিদর্শক সহিজল হক জানান, গোপন সংবাদের মাধ্যমে রাজিবপুর থানার চৌকস টিম জুয়া বিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। আমাদের এই অভিযান অব্যাহত রয়েছে। রোববার (২০ আগস্ট) সকালে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন