বরিশালের উজিরপুরে চার ছাত্রলীগ নেতাকে সাময়িক বহিস্কার করেছে উপজেলা ছাত্রলীগ। একই সঙ্গে তাকে স্থায়ী বহিস্কার করার জন্য জেলা ছাত্রলীগকে সুপারিশ করা হয়েছে।
শনিবার (১৯ আগস্ট) উপজেলা ছাত্রলীগের এক জরুরী সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম ঘরামী ও সাধারণ সম্পাদক জালিছ মাহমুদ শাওন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞাপন
সাময়িক বহিস্কৃতরা হলেন—বামরাইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শান্ত, সদস্য সাইদ ফকির, গুঠিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজু হাওলাদার ও গুঠিয়া আইডিয়াল কলেজ ছাত্রলীগের সভাপতি তাইজুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকায় তাদের দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। সেই সাথে জেলা ছাত্রলীগের কাছে এদের প্রত্যেককে স্থায়ীভাবে বহিষ্কারের অনুরোধ করা হয়েছে। তবে সুনির্দিষ্ট কী কারণে ৪ জন ছাত্রলীগ নেতাকে একসঙ্গে সাময়িক বহিস্কার করা হয়েছে তা ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
যদিও উপজেলা ছাত্রলীগ একটি সূত্রে জানা গেছে, বহিস্কৃতরা গত ১৪ আগস্ট মানবতাবিরোধী অপরাধে কারাদণ্ডপ্রাপ্ত মাওলানা দেলোওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পরে ফেসবুকে সাঈদীর ছবি সংবলিত কার্ড শেয়ার করেন। সেখানে আপত্তিকর কিছু বিষয় থাকায় পোস্টগুলো স্ক্রিনশর্ট দিয়ে নেতাদের কাছে উপস্থাপন করে বহিষ্কারের দাবি তোলেন অন্য নেতাকর্মীরা। যদিও সূত্রটি জানিয়েছে, পোস্ট করার ১ দিন পর আবার সেই পোস্ট মুছে ফেলেন ছাত্রলীগ নেতারা।
বহিষ্কৃতদের মধ্যে বামরাইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শান্ত সাংবাদিকদের জানিয়েছেন, গত ১৪ আগস্ট বিএনপি-জামায়াতের নেতারা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যু নিয়ে আওয়ামী লীগ ও সরকারকে দোষারপ করে বিভিন্নভাবে মিথ্যা অপপ্রচার করতে দেখেন। তিনি সত্য ঘটনা জেনে ফেসবুকে নিজের আইডি থেকেই সাঈদীর মৃত্যু হার্ট-অ্যাটাকে হয়েছে এ সংক্রান্তে একটা পোস্ট শেয়ার করেছিলেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে ঝামেলা হওয়ায় উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের কাছে ও দলের নেতৃবৃন্দের কাছে ক্ষমাও চান। পরিবারের সবাই আওয়ামী লীগের নিবেদিত কর্মী জানিয়ে যতদিন বেঁচে থাকবেন নৌকার কর্মী হয়েই থাকবেন বলেও দাবি করেছেন এই ছাত্রলীগ নেতা।
বিজ্ঞাপন
এদিকে বহিস্কারের কারণ সম্পর্কে সরাসরি কিছু না বললেও উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম ঘরামী বলেন, সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের ৪ নেতাকে বহিস্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য জেলা কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।
প্রতিনিধি/এইচই