ভোলার মনপুরা উপজেলার হাজির হাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামে পুকুরে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুর সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলো— ওই গ্রামের মো. রফিজল হোসেনের মেয়ে লিয়া (১০) ও মন্তাজ আলীর ছেলে (৬) আদর। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন।
বিজ্ঞাপন
পুলিশ ও নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, লিয়া ও আদর সকাল সাড়ে এগারোটার দিকে খাওয়া-দাওয়া শেষ করে বাড়ির পেছনের পুকুরে সাঁতার শিখতে যায়। ঘণ্টাখানেক পর আদরের মা তাদের দুজনকে পুকুরে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি করছিলেন। একপর্যায়ে পুকুরে নেমে তাদেরকে খুঁজতে গেলে আদর ও লিয়ার মরদেহ দুইটি ভেসে ওঠে।
তাৎক্ষণিক তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদ আহম্মেদ ঢাকা মেইলকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এএ