সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রংপুরে বৈশাখী বটতলায় মানুষের ঢল

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২২, ০৪:০৭ পিএম

শেয়ার করুন:

রংপুরে বৈশাখী বটতলায় মানুষের ঢল

করোনার কারণে গত দুই বছর বন্ধ ছিল রংপুর জিলা স্কুল মাঠের বৈশাখী বটতলার বর্ষবরণ অনুষ্ঠান। দেশে করোনার সংক্রমণ কমে যাওয়ায় এ বছর বৈশাখী বটতলায় ঐতিহ্যবাহী বর্ষবরণের নানা আয়োজন করে জেলা প্রশাসন। এসময় জিলা স্কুল মাঠে সাধারণ মানুষের ঢল নামে নতুন বছরকে স্বাগত জানাতে।

বৃহস্পতিবার(১৪ এপ্রিল) সকালে বাংলা নববর্ষ ১৪২৯ উপলক্ষে জেলা প্রশাসন রংপুরের উদ্যোগে জিলা স্কুল মাঠে তিনদিনব্যাপী লোকজ মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভুঞা। পরে বর্ষবরণের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বৈশাখি পোশাকে কারও হাতে বাঘের মুখোশ, কারও হাতে হাত পাখা, কেউবা নিয়েছেন একতারা-দোতারা, ডালি, কুলা, লাঙ্গল জোঙাল, কাস্তে নিয়ে এভাবেই অংশ নিয়েছেন শোভাযাত্রায়। নগরীর প্রধান সড়ক ঘুরে শোভা যাত্রা শেষ হয় বৈশাখী বটতলায়।


বিজ্ঞাপন


পরে গ্রাম বাঙলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, জাল ও খলেয়া দিয়ে মাছ ধরা এবং নৃত্য, গান, কবিতা আবৃত্তি ও নাটিকার মধ্য দিয়ে চলতে থাকে বর্ষবরণের অনুষ্ঠান। সময় যতই গড়াতে থাকে ততই বাড়তে থাকে মানুষের উপস্থিতি। পুরো মাঠ জুড়ে মানুষ আর মানুষ।

এ সময় কথা হয় কেরানি পাড়া থেকে স্ত্রী সন্তানকে নিয়ে আসা শাওনের সাথে। তিনি বলেন, দুই বছর পর নববর্ষের অনুষ্ঠানে এসেছি। বাঙালি সংস্কৃতির নববর্ষের এই আয়োজনে যুক্ত হতে পেরে ভালো লাগছে।

লালবাগ থেকে পরিবারের লোকজনকে নিয়ে এসেছেন রুবেল-স্বপ্না দম্পতি। বৈশাখী সাজে এসেছেন বটতলায়। ‘ভালো লাগছে দুই বছর পর আসতে পেরে’ —মন্তব্য তাদের। 

বর্ষবরণে যাতে কোনও রকম কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য প্রশাসনের পক্ষ থেকে ছিলো কঠোর নজরদারির ব্যবস্থা।


বিজ্ঞাপন


এএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর