বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

চাঁপাইনবাবগঞ্জে চার বছরের শিশু ধর্ষণ, গ্রেফতার ১

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৩, ০৫:৩৩ পিএম

শেয়ার করুন:

loading/img

চাঁপাইনবাবগঞ্জে ৪ বছরের শিশু ধর্ষণের প্রধান আসামি মোহাম্মদ কাউসার আলীকে (৩৯) গ্রেফতার করেছে র‌্যাব ৫ ব্যাটালিয়নের সদস্যরা।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে ঢাকার বাড্ডা থানা এলাকা থেকে র‌্যাব-৫ ও র‌্যাব-১ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


শুক্রবার (১৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ৫ এর অধিনায়ক লে. কর্ণেল রিয়াজ শাহরিয়ার।

গ্রেফতার ব্যক্তি হলেন, চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার চৌপুকুরিয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে মোহাম্মদ কাউসার আলী।

রাজশাহী র‌্যাব ৫ এর অধিনায়ক লে. কর্ণেল রিয়াজ শাহরিয়ার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, চলতি মাসের ১২ আগাস্ট রাত ১টার দিকে নিজের শয়ন কক্ষে ৪ বছরের শিশুর মুখ চেপে ধর্ষণ করে আপন খালু কাউসার। পরে তার শারীরিক অবস্থা খারাপ হলে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করলে চাঞ্চল্যকর ৪ বছরের শিশু ধর্ষণের প্রধান এবং একমাত্র আসামি কাউসারকে ঢাকা বাড্ডা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।


বিজ্ঞাপন


তিনি আরও জানান, প্রতিটি পরিবারের উচিত তাদের সন্তানদের প্রতি যত্মশীল হওয়া ও নজরদারি বৃদ্ধি করা প্রয়োজন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর