মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

বরিশালে কিশোরকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৩, ০৭:১৬ এএম

শেয়ার করুন:

বরিশালে কিশোরকে কুপিয়ে হত্যা

বরিশালের মুলাদী উপজেলায় জমির বিরোধে কিশোর রায়হান সরদারকে (১৭) হত্যার অভিযোগ উঠেছে তার চাচাত ভাই ইয়াসিনের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের ভাই ইমরান আহত হয়েছেন। 

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর চরপদ্মা মাদ্রাসার হাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর চাচা করিম ও তার ছেলে ইয়াসিনসহ পরিবারের সবাই পালিয়েছেন।


বিজ্ঞাপন


রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মুলাদী থানার ওসি মাহবুবুর।

নিহত রায়হান সরদার (১৭) ওই গ্রামের মৃত রহিম সরদারের ছেলে। তার ভাই ইমরান সরদারকে (৩২) গুরুতর জখম অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মাহবুবুর বলেন, বাড়ির সীমানার জমি নিয়ে দুইভাই ইমরান ও রায়হানের সঙ্গে তার চাচা করিম সরদারের বিরোধ আছে। তারা চাচা করিমের বাড়ির মধ্যে জমি পাওয়ার দাবি করে সুপারির গাছের চারা রোপণ করতে যান। জমি তারা পাবে না দাবি করে। তখন সেখানে বেড়া দিতে যান চাচা করিম ও তার ছেলে ইয়াসিন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ইয়াসিন ধারালো ছুরি নিয়ে রায়হান ও ইমরানকে কুপিয়ে জখম করে।

ওসি আরও বলেন, রায়হানের ঘাড়ে ও পিঠে কুপিয়ে জখম করা হয়েছে। তাই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। গুরুতর জখম অবস্থায় ইমরানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। 


বিজ্ঞাপন


প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর