বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

বরিশালে ডেঙ্গু জ্বরে বৃদ্ধার মৃত্যু

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৩, ০৭:৩৩ পিএম

শেয়ার করুন:

loading/img

বরিশাল বিভাগে মঙ্গলবার ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকিনা (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এই সময়ে বিভাগে ২৭৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেল ৩টায় স্বাস্থ্য অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ছকিনা নামে ৭৫ বছরের এক বৃদ্ধার শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তিনি বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা।

এছাড়া মঙ্গলবার পর্যন্ত গোটা বিভাগের ৬ জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ১ হাজার ১০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ নিয়ে গোটা বিভাগে মোট ২৪ জনের মৃত্যু হলো।

এদিকে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ২৭৩ জন ডেঙ্গু রোগীর মধ্যে সব থেকে বেশি ৮৩ জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ২৩ জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বরিশাল জেলার অন্যান্য সরকারি হাসপাতালে ৩০ জন, পটুয়াখালীতে ২৯ জন, ভোলায় ৩৫ জন, পিরোজপুরে ৫৩ জন, বরগুনায় ৯ জন ও ঝালকাঠিতে ১১ জন ডেঙ্গু রোগী গেল ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের তথ্যানুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ৯ হাজার ৯৪৭ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৯১৩ জন। চলতি বছর গোটা বিভাগে ২৪ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জন, বরগুনা হাসপাতালে ২ জন, পিরোজপুরে ২ এবং ভোলায় ৪ জনের মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর