ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে কবির মোল্লা (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ৪ জন। ঘটনার সঙ্গে জড়িত ৪ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৪ আগষ্ট) বিকেলে উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটার মোলাখালীতে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ছোনাউটার মোলাখালীতে বিকেলে আলতাফ ও চাঁনমিয়ার সঙ্গে কবির মোল্লার জমি নিয়ে বিরোধে বাক-বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষে রুপ নেয়। এসময় উভয় পক্ষ দাও, রামদা নিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। ঘটনাস্থলেই কবির মোল্লা নিহত হয়।
সংঘর্ষে কবির মোল্লার ভাই গ্রাম পুলিশ বাবুল মোল্লা (৬০) তার স্ত্রী এমিলি বেগম (৫৫) আহত হয়। এছাড়া অপর পক্ষের আলতাফ ও তার ছেলে মিরাজ আহত হয়। গ্রাম পুলিশ বাবুল মোল্লাকে প্রথমে আমুয়া হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ এ ঘটনায় জড়িত চারজনকে আটক করেছে।
বিজ্ঞাপন
আটক ব্যক্তিরা হলেন- আলতাফ (৬২), তার ছেলে মিরাজ হোসেন (৩৫), কবির মোল্লার মেঝ ভাই চাঁন মিয়া মোল্লা (৫০) ও তার ছেলে সাগর মোল্লা (২৫)।
কাঁঠালিয়া থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের চারজনকে আটক করা হয়েছে।
প্রতিনিধি/এসএস