কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় দাদনের টাকার জন্য ঘর থেকে ধরে এনে প্রকাশ্যে রাস্তায় বিলকিস বেগম (৪০) নামের এক ইটভাটার শ্রমিককে পিটিয়ে হত্যার দায়ে আওয়ামী লীগ নেতা নুর আলমকে (২৮) গ্রেফতার করেছে র্যাব।
রোববার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার পল্টন মডেল থানার বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইট এলাকা থেকে পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতার নুর আলম কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার ইন্দাচুল্লি গ্রামের মৃত মশ্রব আলীর ছেলে।
র্যাব-১৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার এম এম সবুজ রানা বলেন, বিলকিস বেগমের হত্যার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচার হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরবর্তীতে বিলকিস বেগমের ছেলে মাসুম বাদী হয়ে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করলে ১ নম্বর আসামি সুজন মিয়াকে (৩৫) পুলিশ গ্রেফতার করে। কিন্তু অপর আসামি নুর আলম গ্রেফতার থেকে বাঁচতে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলেন।
পরবর্তীতে র্যাব মামলার ২ নম্বর আসামির অবস্থান সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করে গোয়েন্দা শাখার সহযোগিতায় তথ্য প্রযুক্তির মাধ্যমে ১৩ আগস্ট বিকেলে ঢাকার বায়তুল মোকাররম মসজিদ এলাকা থেকে র্যাব-১৪ সিপিসি-২ এর একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে।
বিজ্ঞাপন
গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
প্রতিনিধি/এসএস