বরগুনার বেতাগীতে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) নির্বাচন পদ্ধতির প্রর্তন ও জাতীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনষ্ঠিত হয়েছে।
শনিবার (১২আগস্ট) দুপুর ১টায় বেতাগী পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইউসুফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।
বিজ্ঞাপন
এসময় তিনি বলেন, অবৈধ সরকারের পদত্যাগের দাবি এখন গণদাবিতে পরিণত হয়েছে। দেশের সকল শ্রেণিপেশার মানুষ এই দাবিতে আজ রাজপথে নেমে এসেছে, জীবনের বিনিময়ে হলেও তারা অবৈধ সরকারের পতন চায়। ইতিহাস স্বাক্ষী দেয়, জুলুম নির্যাতন করে পৃথিবীর কোনো পরাশক্তিও টিকতে পারেনি, আওয়ামী লীগও টিকতে পারবে না। যেকোনো মূল্যে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
অধ্যাপক মাহবুবুর রহমান আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিদ্যুৎ সংকট, নিরাপত্তাহীনতা এবং জনগণের বাকস্বাধীনতা না থাকায় জীবন এখন বিষিয়ে উঠেছে, অথচ সরকার উন্নয়নের ফাঁকা বুলি আওড়িয়ে দেশের সম্পদ বিদেশে পাচার করছে, একটি স্বাধীন দেশের চিত্র এটা হতে পারে না।
সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, বিরোধী দলসমূহের ন্যায্য আন্দোলনে সরকার বাধা দেওয়ার চেষ্টা করলে পরিণতি শুভ হবে না। বল প্রয়োগ করে আন্দোলন দমিয়ে দিতে চাইলে তা আরও রুদ্রমূর্তি ধারণ করবে।
তিনি আরও বলেন যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের শান্তি সমাবেশ এর নামে মাদরাসা ছাত্রকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এর কেন বিচার হবে না বিষয়টি সরকার আড়াল করেছে। আমরা রেজাউলকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
বিজ্ঞাপন
ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্পাদক মাওলানা আব্দুস সালামের উপস্থাপনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে দেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা সভাপতি মুফতী ওমর ফারুক জিহাদী, সহ সভাপতি মাওলানা জালাল উদ্দীন কারিমী, সেক্রেটারি মাওলানা মাওলানা আব্দুস শাকুর, উপদেষ্টা অধ্যক্ষ নাজমুল হুদা, আলহাজ্ব আব্দুল খালেক সিকদার, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা সভাপতি মাওলানা রেজাউল করিম আকন, পটুয়াখালী জেলার সাবেক সভাপতি, মাওলানা আর আই এম অহিদুজ্জামান ও নিয়ামতি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মুহাম্মাদ হুমায়ুন কবির।
সম্মেলনে আরও বক্তব্যে দেন- জাতীয় ওলামা মাশায়েশ আইম্মা পরিষদের বেতাগী উপজেলা সভাপতি মাওলানা আব্দুল হাই নেছারী, ইসলামী আন্দোলন বেতাগী উপজেলা সদস্য মাওলানা আবু তাহের, সহ সম্পাদক মাওলানা সৈয়দ আলাউদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন বেতাগী উপজেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরাম বেতাগী উপজেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা মোহাম্মাদ আলী, যুব আন্দোলন বেতাগী উপজেলা সভাপতি আবুল বাশার হেলালী ও ছাত্র আন্দোলন বেতাগী উপজেলা সভাপতি মুহাম্মাদ শাহীন আলমসহ দলের স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রতিনিধি/এসএস