কিশোরগঞ্জে বন্ধু-স্বজন নিয়ে হাওরে ঘুরতে এসে নৌকা থেকে পড়ে গিয়ে অন্তর চক্রবর্তী নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
অন্তর বাংলাদেশ যুব ইউনিয়নের জাতীয় পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের তথ্য-গবেষণা ও প্রকাশনা সম্পাদক।
বিজ্ঞাপন
শুক্রবার (১১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে মিঠামইন এলাকার বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটেছে।
অন্তর চক্রবর্তী ঝালকাঠি জেলার কাটপট্টি এলাকার উত্তম চক্রবর্তীর ছেলে। অন্তর রাজধানীর একটি বেসরকারি কোম্পানিতে হিসাবরক্ষক পদে কাজ করতেন।
জানা যায়, মহাখালি থেকে ১০-১২জন বন্ধু মিলে কিশোরগঞ্জের হাওর ভ্রমণে আসেন অন্তর। ইঞ্জিন চালিত নৌকায় করে দুপুরে মিঠামিইন থেকে নিকলী যাবার পথে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের দক্ষিণ পাশে নৌকার মাথায় গোসল করার সময় হঠাৎ পড়ে যান তিনি। সাঁতার না জানায় সে আর নৌকায় ফিরতে পারেনি। ধারণা করা হচ্ছে, স্রোতে তলিয়ে গেছে নিখোঁজ অন্তর।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবুজর গিফারী ঢাকা মেইলকে জানান, বিকাল থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালায়। তার কোন খোঁজ না পাওয়া গেলে সন্ধ্যায় ওইদিনের মতো উদ্ধার কাজ শেষ করা হয়েছে। আগামীকাল শনিবার (১২ আগস্ট) যথারীতি উদ্ধার তৎপরতা শুরু হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
প্রতিনিধি/ এজে