বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

সিলেটে সড়ক দুঘর্টনায় মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৩, ০৭:২৬ পিএম

শেয়ার করুন:

loading/img

সিলেটের জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কে মোটরসাইকেল-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন।

শুক্রবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার চিকনাগুল ইউনিয়নের সিলেট তামাবিল জাফলং মহাসড়কের হযরত শাহজালাল (র.) কলেজ সংলগ্ন এলাকায় এ দুঘর্টনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত মোটরসাইকেল আরোহী ছালিক মিয়া (২৫) চিকনাগুল ইউনিয়নের ঠাকুরের মাটি গ্রামের বশির মিয়ার পুত্র। আহত অপরজন কামাল আহমেদ (১৮)। তিনিও একই এলাকার বাসিন্দা আব্দুল মালিকের পুত্র। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হযরত শাহজালাল (র.) কলেজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের বাইকের সাথে পিকআপ-নোহাগাড়ির মধ্যে মূখোমূখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ছালিক মিয়া নিহত হন। স্থানীয় জনতা তাদের উদ্বার করে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন।

খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হন।

এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) ওমর ফারুক জানান, খবর পেয়ে দুঘর্টনাস্থল চিকনাগুলে পুলিশ ফোর্স প্রেরণ করা হয়। তিনি সড়ক দুঘর্টনায় ১জন নিহত হওয়ার কথা নিশ্চিত করেন।  


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর