ভোলার দৌলতখানে খেলতে গিয়ে পুকুরে ডুবে ওসমান নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৯ আগষ্ট) দুপুর ১টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ওসমান ওই ওয়ার্ডের মো. আজাদ হোসেনের ছেলে।
শিশুটির দাদা জয়নাল আবেদীন জানান, পরিবারের সবার অগোচরে খেলতে গিয়ে ওসমান পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। কোথাও তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন পুকুরের পানিতে নেমে খোঁজতে থাকে। একপর্যায়ে শিশুটির বাবার পায়ের সঙ্গে ধাক্কা লেগে ওসমানের মৃতদেহ ভেসে ওঠে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যরঞ্জন দাস জানিয়েছেন এ ঘটনাটি কেউ পুলিশকে অবগত করেনি।
প্রতিনিধি/এসএস