মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

সাংবাদিক পরিচয়ে মাদক কারবার, ৫০০ ইয়াবাসহ গ্রেফতার ১

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৩, ০৮:৫৭ পিএম

শেয়ার করুন:

loading/img

ভোলার বোরহানউদ্দিন উপজেলা থেকে ৫০০ ইয়াবাসহ মাসুদ রানা (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৭ আগষ্ট) দুপুর ১টার দিকে উপজেলার কাচিয়া ইউনিয়নের পদ্মা মনসা গ্রামের ৯ নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মাসুদ ওই ইউনিয়নের চকঢোষ গ্রামের মো. ফখরুল ইসলামের ছেলে। তিনি নিজেকে ‘দৈনিক দিগন্তর’ নামে একটি গণমাধ্যমের বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি হিসেবে পরিচয় দিতেন।

মনিরুল ইসলাম নামে বোরহানউদ্দিন উপজেলার এক রিপোর্টার জানান, মাসুদ রানা নিজেকে দৈনিক দিগন্তরসহ একাধিক বেনামি গণমাধ্যমের বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি হিসেবে পরিচয় দিতেন। তার বিরুদ্ধে স্থানীয় একাধিক অভিযোগও রয়েছে। তার শিক্ষাগত যোগ্যতা কম। সে কোনো রিপোর্ট লিখতেও পারত না।

বোরহানউদ্দিন উপজেলায় ভুয়া সাংবাদিকতা করে বেড়াত এবং গোপনে মাদক কারবার করত। তার মতো এমন অনেক মাদক কারবারি রয়েছে। যারা নিজেদেরকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে আছে। ডিবি পুলিশ তাকে গ্রেফতার করায় খুব ভালো হয়েছে, তার মুখোশ উন্মোচন হয়েছে।


বিজ্ঞাপন


জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাসুদ রানাকে ৫০০ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিতেন এবং তা তিনি শুনেছেন।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ যদি মাদক কিংবা অন্য কোনো অপরাধের সঙ্গে জড়িয়ে থাকে। তাহলে সুনির্দিষ্ট তথ্য উপাত্ত নিশ্চিত হয়ে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। মাসুদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হওয়ার পর দুপুরে আদালতে তোলা হলে আদালত তাকে জেল হাজতে পাঠান।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন