মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

ঠাকুরগাঁওয়ে নকল ফেনসিডিলের কারখানার সন্ধান

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৩, ০৮:২৯ পিএম

শেয়ার করুন:

loading/img

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় নকল ফেনসিডিলের কারখানার সন্ধান পাওয়া গেছে। সেই ফেনসিডিলের কারখানায় অভিযান চালিয়ে মাদক দ্রব্য উদ্ধার করেছে হরিপুর থানা পুলিশ।

সোমবার (৭ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।


বিজ্ঞাপন


জানা যায়, সেই কারখানায় ঘুমের ট্যাবলেট, নেশা জাতীয় দ্রব্য ও চিনি গুলিয়ে তৈরি করা হতো নকল ফেনসিডিল। এরপর সেগুলো ভরা হয় পুরাতন ফেনসিডিলের বোতলে। আর মুখের ছিপি মেশিন দিয়ে আটকিয়ে বিক্রি করা হতো এলাকার উঠতি যুবকদের কাছে।

রোববার (৬ আগষ্ট) রাতে উপজেলার পাঁচঘরিয়া মশালডাঙ্গী গ্রামের মৃত লাল মোহাম্মদ ছেলে বশিরউদ্দিনের বাড়িতে ওই নকল ফেনসিডিলের কারখানায় অভিযান চালায় পুলিশ।

এসময় সেখান থেকে মাদকদ্রব্য ফেনসিডিল বোতলজাত করার সময় ২৩ বোতল পূর্ণ ও ২৫টি খালি বোতল এবং ১২৫০ মিলি লিটার লুজ ফেনসিডিল উদ্ধার করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি বশিরউদ্দিন পালিয়ে যায়।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, উদ্ধার করা মাদক দ্রব্য ও মালামাল জব্দ করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে। আসামি ধরতে ও হরিপুর থানাকে মাদকমুক্ত করার লক্ষে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর