বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

ঠাকুরগাঁওয়ে গাঁজাসহ গ্রেফতার ১

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৩, ০৫:৫১ পিএম

শেয়ার করুন:

loading/img

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদক বিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মোক্তার হোসেন (৪৮) নামের মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৭ আগষ্ট) বিকালে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেন।


বিজ্ঞাপন


গ্রেফতার মোক্তার হোসেন উপজেলার বাঁচোর ইউনিয়নের রাজোর গ্রামের মৃত মাজেদ আলীর ছেলে।

ওসি গুলফামুল ইসলাম জানান, রোববার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাতিহার বাজারে মাদক কারবারি মোক্তার হোসেনের নিজ পান দোকানের ভেতরে ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বের আরও তিনটি মাদক মামলা রয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর