মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রংপুরে চলছে বাংলা বর্ষবরণের প্রস্তুতি

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২২, ০৭:৫৪ এএম

শেয়ার করুন:

রংপুরে চলছে বাংলা বর্ষবরণের প্রস্তুতি
ছবি : ঢাকা মেইল

দুই বছর পর বাংলা নববর্ষ পালন করতে যাচ্ছে রংপুর। এ উপলক্ষে বর্ষবরণে থাকছে বৈশাখী শোভাযাত্রা, বিভিন্ন প্রতিযোগিতা, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান। 

জেলা প্রশাসকের আয়োজনে সকাল ১০টায় টাউন হল চত্বর থেকে বৈশাখী শোভাযাত্রা বের হবে। পরে শোভাযাত্রাটি জিলা স্কুল মাঠের বৈশাখী বটতলায় গিয়ে শেষ হবে। সেখানে বিভিন্ন প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারও রংপুর জিলা স্কুল মাঠের বৈশাখী বটতলায় বর্ষবরণে চলছে প্রস্তুতি। 


বিজ্ঞাপন


বৈশাখী বটতলা হিসেবে পরিচিত চত্বরে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রঙতুলি দিয়ে হাড়ির গায়ে তুলির আঁচরে ফুটিয়ে তুলছে গ্রাম বাংলার ঐতিহ্য। কেউ বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করছেন ময়ূর। কেউ ব্যস্ত মাছ আকঁতে। আবার চারুশিল্পীদের মধ্যে কেউ গভীর মনোযোগ দিয়ে আঁকছেন জলরঙের ছবি, কেউ নকশা করছেন মাটির সরায়। এছাড়া কাগজ কেটে ফুল, প্যাঁচা, পাখপাখালি তৈরি করছেন শিক্ষার্থীরা। 

জিলা স্কুলের দেয়ালে ও সড়কে চলছে আলপনা আঁকার ব্যস্ততা। 

চারুশিল্পী তুরিন বলেন, ‘করোনার কারণে গত দুই বছর বৈশাখ উদযাপন বন্ধ ছিল। তবে এবার রমজান হওয়ায় আয়োজন একটু স্বল্প। আয়োজন কম হলেও রমজানে পহেলা বৈশাখ ভিন্নরকম আমেজ ছড়াচ্ছে। দুই বছর পর বর্ষবরণ অনুষ্ঠান করতে পারাটা আমাদের জন্য অনেক আনন্দের।’

জিলা স্কুলের শিক্ষার্থী অর্ণব জানান, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এই উৎসব আসলে আমাদের মনের মধ্যে অন্যরকম একটা বিষয় কাজ করে। সেই উৎসাহ নিয়ে আমরা পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতি নিচ্ছি। 


বিজ্ঞাপন


রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি, এ ডব্লিউ এম রায়হান শাহ জানান, পহেলা বৈশাখ বরণে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি চলছে। পহেলা বৈশাখে সকাল ১০টায় টাউন হল চত্বর থেকে বৈশাখী শোভাযাত্রা বের হয়ে জিলা স্কুল মাঠে গিয়ে শেষ হবে। সেখানে বিভিন্ন প্রতিযোগিতার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। তবে রমজানকে সামনে রেখে আয়োজন সাজানো হয়েছে।

এদিকে পহেলা বৈশাখ উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কর্মসূচি রয়েছে বলে জানিয়েছেন জনসংখ্যা তথ্য ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আলী। 

এছাড়াও রংপুরের সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন সংগঠন বর্ষবরণ উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর