বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

টাঙ্গাইলে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের নতুন কমিটির সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৩, ০৮:০৭ এএম

শেয়ার করুন:

টাঙ্গাইলে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের নতুন কমিটির সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের নবগঠিত কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ভবনের ৫ম তলায় উপজেলা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সভাপতি মো. সহিদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন- সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সি.বি.এ) বি-২০২ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শেখ জামাল উদ্দিন, প্রধান অতিথি ছিলেন- সুশাসনের জন্য নাগরিক (সুজনের) উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মির্জা মহিউদ্দীন আহমেদ। 


বিজ্ঞাপন


নবগঠিত কমিটির সাধারণ সভায় বিশেষ অতিথি ছিলেন- জাতীয় শ্রমিক লীগের টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ, উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার দত্ত, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. মোজাফফর আলী, উপাধ্যক্ষ গোলাম রব্বানী রতন, মুক্তিযুদ্ধ গবেষক ও ছড়াকার মামুন সরকারসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। 

বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানকে নিয়ে স্মৃতিচারণ তাঁর জীবনী ও আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও সাফল্য তুলে ধরা হয়। পাশাপাশি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে বিএনপি-জামায়াতের অশুভ শক্তির নৈরাজ্য ও নাশকতারোধে সবাইকে সর্তকতা থাকার আহবান জানানো হয়। এছাড়া সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচার-প্রচারণাসহ সংগঠনের নেতারা দেশের গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে নানা বিষয়ে আলোচনা করেন। 

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর