কিশোরগঞ্জের কুলিয়ারচরে ট্রাকের ধাক্কায় মুরাদ মিয়া (৪০) নামের এক সিএনজিচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন যাত্রী আহত হয়েছেন।
বুধবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে কুলিয়ারচরের দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত মুরাদ মিয়া ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামের মৃত মজিদ মিয়ার ছেলে।
আহত তিন ব্যক্তি হলেন- কিশোরগঞ্জ সদর এলাকার শ্রাবণ (২০), রবি (৫০) ও নেত্রকোনা জেলার সাবিত (৩২)। এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কুলিয়ারচরের দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় ভৈরব থেকে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জগামী যাত্রীবাহী সিএনজির সামনের চাকার এক্সেল ভেঙে যায়। এতে গতি কমে যাওয়ায় পেছন দিক থেকে আসা মালবাহী ট্রাকের ধাক্কায় সিএনজিচালক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
এসময় আরও তিন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিজ্ঞাপন
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজ্জামেল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থল থেকে সিএনজিচালকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ছাড়া এ ঘটনায় মালবাহী ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এসএস