বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

নরসিংদীতে পেট্রোল পাম্পে তেলবাহী গাড়িতে আগুন

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৩, ০৬:২৪ এএম

শেয়ার করুন:

loading/img

নরসিংদীর বেলাবতে পেট্রোল পাম্পে তেল আনলোডের সময় তেলবাহী গাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। এতে গাড়ির চালকের সহকারী অগ্নিদগ্ধ হয়েছেন। প্রায় দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় বেলাব ফায়ার সার্ভিস অফিস।

মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় বেলাব উপজেলার পোড়াদিয়া বাজারে মেসার্স পোড়াদিয়া ট্রেডার্স নামক পেট্রোল পাম্পে এই আগুনের ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


বেলাব ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় মেসার্স পোড়াদিয়া ট্রেডার্স নামক পেট্রোল পাম্পে মেঘনা পেট্রোলের গাড়ি থেকে জ্বালানি তেল আনলোড করার সময় গাড়িটিতে আচকাই আগুন লেগে যায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তেল আনলোডের সময় হঠাৎ গাড়িতে আগুন লেগে যায়। আগুনে গাড়িটির হেলপার আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

বেলাব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার ইয়াসিন ইকবাল জানান, আগুনে তেল বহনকারী গাড়িটির সামনের চেম্বার পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

ঘটনার বিষয়ে পেট্রোল পাম্পের মালিক আল আমিন ফোন দিলে অন্য একজন রিসিভ করে বলেন, মোবাইলের মালিক অসুস্থ হয়ে হাসপাতালে আছেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর