বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

সংসদ সদস্যের অনুদানে সিলেটে পাকা সড়ক পেলেন এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৩, ১০:০৯ পিএম

শেয়ার করুন:

loading/img
ছবি: সংগৃহীত।

সংসদ সদস্য মোকাব্বির খানের অনুদানে সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর গ্রামের দক্ষিণপাড়া ও পূর্বপাড়া জামে মসজিদ ছাড়াও দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ একটি সড়কের ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। এই কাজে অনুঘটকের ভূমিকা পালন করেছেন তরুণ সমাজসেবক আব্দুল মুমিন কালু ছাড়াও দৌলতপুর আদর্শ যুব সমাজের সদস্যবৃন্দ। যারা সবসময় গ্রামবাসীর বিপদে-আপদে এগিয়ে আসেন।

মঙ্গলবার (২৫ জুলাই) দৌলতপুর দক্ষিণপাড়ার সাবেক মেম্বার আজম আলীর বাড়ির সামনে থেকে সৌদি প্রবাসী মকসুদ আহমদের বাড়ি পর্যন্ত এই সড়কের ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়।


বিজ্ঞাপন


গুরুত্বপূর্ণ এই সড়কের ঢালাইয়ের বন্দোবস্ত করে দেওয়ায় সংসদ সদস্য মোকাব্বির খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দৌলতপুর গ্রামবাসী। সেই সঙ্গে পাকা সড়ক পেয়ে খুশির ঠিকানা নেই গ্রামবাসীদের।

তরুণ সমাজসেবক আব্দুল মুমিন কালু বলেন, ‘সিলেট-২ আসনের মাননীয় সংসদ সদস্য মোকাব্বির খানের অনুদানে আমাদের গ্রামের এই গুরুত্বপূর্ণ সড়কের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তিনি আমাদের গ্রামের অনেকগুলো সড়ক ও উন্নয়নকাজের জন্য বরাদ্দ দিয়েছেন। কয়েকটি সড়কের পাকাকরণের কাজ ইতোমধ্যে সম্পন্নও হয়েছে এবং কয়েকটির কাজ চলমান আছে। এমপি মহোদয় অত্যন্ত আন্তরিক এবং দলমত নির্বিশেষে তিনি তাঁর নির্বাচনী এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন।’Roadদৌলতপুর গ্রামের যেকোনো উন্নয়ন কাজে কিংবা বিপদে-আপদে সবসময় অর্থ, পরামর্শ ও উৎসাহ দিয়ে পাশে থাকেন যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক কদর উদ্দিন। তিনিও এই কাজে পরামর্শ ও উৎসাহ দিয়ে কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়তা করেছেন। এমনকি এই সড়কে মাটি ভরাটের পাশাপাশি রাস্তার সৌন্দর্য বর্ধনের কাজের জন্যও টাকা দিয়েছেন।

সড়কটি পাকা হওয়ার পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কদর উদ্দিন বলেন, ‘দৌলতপুর একটি প্রবাসী অধ্যুষিত এলাকা। এই গ্রামের আমরা যারা প্রবাসে আছি, আমরা সবসময় চেষ্টা করি দলমত নির্বিশেষে গ্রামের মানুষের বিপদে-আপদে টাকা দিয়ে, পরামর্শ দিয়ে সহায়তা করার। বর্তমানে যেভাবে গ্রামের মানুষের বিপদে কিংবা গ্রামের উন্নয়নে সহায়তা করার চেষ্টা করি ভবিষ্যতেও সেভাবেই করে যেতে চাই। আশা করি, গ্রামের সকল প্রবাসী গ্রামের উন্নয়নকাজে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে, দলমত নির্বিশেষে এগিয়ে আসবেন।’

আর্থিক অনুদানের জন্য স্থানীয় এমপির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এই সড়কটির কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় মাননীয় এমপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সড়কের কাজের সঙ্গে জড়িত সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সড়কটি পাকাকরণে সার্বিক সহযোগিতায় ছিলেন আজম আলী, মকদ্দুস আলী, আনর আলী, চেরাগ আলী, মনির উদ্দিন, লিলু মিয়া, আবু তাহের সাগর, জামাল উদ্দিন, জাকির ডন, আশরাফ উদ্দিন প্রমুখ।


বিজ্ঞাপন


/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর