বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

সাবেক স্ত্রীর নগ্ন ছবি ছড়ানোয় যুবকের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৩, ০৪:২১ এএম

শেয়ার করুন:

সাবেক স্ত্রীর নগ্ন ছবি ছড়ানোয় যুবকের কারাদণ্ড

ফেসবুকে সাবেক স্ত্রীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে দিনাজপুরের এক যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর আদালত। এছাড়াও তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

সোমবার (২৪ জুলাই) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান এ রায় দেন।


বিজ্ঞাপন


রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ইসমত আরা এসব তথ্য নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত যুবকের নাম তানজিমুল রনি (২৭)। তিনি দিনাজপুরের বিরল উপজেলার খোদশিবপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।

আইনজীবী ইসমত আরা জানান, ২০২১ সালের ২৫ জুন আসামি রনির সঙ্গে ভুক্তভোগী তরুণীর বিয়ে হয়। বিয়ের এক বছরের মাথায় পরের বছরের ১৫ জুন তাদের তালাক হয়ে যায়। বিয়ের পর আসামি রনি তার স্ত্রীর অজান্তেই কিছু নগ্ন ছবি তুলে রাখেন। পরবর্তীতে ১৯ জুন তিনি স্ত্রীর ফেসবুক আইডি হ্যাক করে ওই তরুণীর আপত্তিকর ছবি পোস্ট করেন।

এরপর ২১ জুন সাবেক স্ত্রীকে ফোন করে ক্রেডিট কার্ডের পিন নম্বর জানতে চান যুবক। পিন নম্বর না দিলে আরেকটি নতুন ফেসবুক আইডি খুলে সেখানেও ছবিগুলো পোস্ট করেন আসামি। এ ঘটনার পর ওই নারীকে বিভিন্নভাবে হুমকি দেওয়া শুরু করেন। পরে তানজিমুল রনির নামে আদালতে গিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী। পরে মামলার তদন্তে রনির বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হলে পুলিশ অভিযোগপত্র দাখিল করে। আদালতে সাক্ষ্যগ্রহণ শেষে রনি দোষী সাব্যস্ত হওয়ায় আদালত আজ দুপুরে মামলার রায় ঘোষণা করলেন।


বিজ্ঞাপন


রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, রায়ে ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮ এর ২৫(২) ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামির অনুপস্থিতিতে আদালত রায় ঘোষণা করায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করা হয়েছে। মামলায় ক্ষতিগ্রস্থ হিসেবে জরিমানার টাকা পরিশোধ করলে ভুক্তভোগী পাবেন বলেও রায়ে উল্লেখ করা হয়।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর