সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফরিদপুরে হানিফ পরিবহনের বাস উল্টে নিহত এক 

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২২ জুলাই ২০২৩, ০৪:৪৩ পিএম

শেয়ার করুন:

ফরিদপুরে হানিফ পরিবহনের বাস উল্টে নিহত এক 
ছবি : ঢাকা মেইল

ফরিদপুরের ভাঙ্গার মালিগ্রাম এলাকায় হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় বাসের সুপারভাইজার নিহত হয়। এছাড়া এ ঘটনায় অন্তত ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

শনিবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে বঙ্গবন্ধু এক্সপ্রেস ওয়েতে এ দুর্ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


নিহত হাবিবুর রহমান ওই হানিফ পবিরহনের সুপারভাইজার ছিলেন। 

শিবচর হাইওয়ে পুলিশের সাজেন্ট জয়ন্ত সরকার জানান, হানিফ পরিবহন (ঢাকা মেট্রো- ১২-১৮০১) বাসটি সায়দাবাদ থেকে ছেড়ে বরিশাল যাচ্ছিল। এসময় ভাঙ্গার মালিগ্রাম নামক স্থানে দোলা পরিবহনের একটি বাস ওভারটেক করার সময় হানিফ পরিবহনের বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটি সড়কের ওপর উল্টে যায়। ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠানো হয়।  

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর