বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

গোসাইরহাট পৌর নির্বাচনে নৌকাকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থীর জয়

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৩, ০১:৫০ এএম

শেয়ার করুন:

loading/img

শরীয়তপুরের গোসাইরহাট  পৌরসভা প্রথম নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এদিকে নির্বাচন সুষ্ঠু অবাধ করতে শহরে ও কেন্দ্রগুলোতে ব্যাপক আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

এবারই প্রথম গোসাইরহাটে সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গোসাইরহাট পৌরসভায় মেয়র পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।


বিজ্ঞাপন


যার মধ্যে স্বতন্ত্র প্রার্থী আবদুল  আউয়াল সরদার নারিকেল গাছ প্রতীক নিয়ে ৬৭৭ ভোট বেশি পেয়ে মেয়র পদে নির্বাচিত হয়েছেন। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ এর প্রার্থী জাকির হোসেন দুলাল নৌকা প্রতীক নিয়ে ২৯৯৫ ভোট পেয়ে পরাজিত হন।

মঙ্গলবার (১৮ জুলাই) রাতে রিটার্নিং অভিসার ও জেলা নির্বাচন অফিসার মো. সোহেল সামাদ এ ফলাফল ঘোষণা করেন।

স্বতন্ত্র প্রার্থী আবদুল  আউয়াল সরদার পেয়েছেন ৩৬৭২ ভোট, তার নিকটম প্রার্থী আওয়ামী লীগের নৌকা প্রতীকের জাকির হোসেন দুলাল পেয়েছেন ২৯৯৫ ভোট, কম্পিউটার  প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান জিয়া জমাদার পেয়েছেন ২৯২০ ভোট, জগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান দেওয়ান পেয়েছেন ৭৫২ ভোট, মোবাইল ফোন প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মতিউর রহমান মিন্টু পেয়েছেন ২৬৩৮ ভোট, হেলমেট প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ আবদুল কাদের আলামিন পেয়েছেন ২৩২ ভোট, চামচ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিন্টু জমাদ্দার পেয়েছেন ১০১ ভোট, হ্যাঙ্গার প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হাসিনা আক্তার পেয়েছেন ৭৬ ভোট।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর