রোববার, ৫ মে, ২০২৪, ঢাকা

ময়মনসিংহে ১৪ গৃহহীন পরিবারকে বাড়ি দিল পুলিশ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২২, ০৪:২১ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহে ১৪ গৃহহীন পরিবারকে বাড়ি দিল পুলিশ
ছবি: ঢাকা মেইল

বাংলাদেশ পুলিশ মুজিববর্ষে দেশের প্রতিটি থানায় একটি করে গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণের উদ্যোগ নেয়। পাশাপাশি প্রতিটি থানায় স্থাপন করা হয়েছে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য সার্ভিস ডেস্ক।

রবিবার (১০ এপ্রিল) গণভবন থেকে ভার্চুয়ালি গৃহ হস্তান্তর ও সার্ভিস ডেস্ক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কর্মসূচির আওতায় ময়মনসিংহে ঘর পেয়েছেন ১৪টি গৃহহীন পরিবার।


বিজ্ঞাপন


ময়মনসিংহ কোতোয়ালী থানায় আনুষ্ঠানিকভাবে উপকারভোগী পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার ফজলে রাব্বী, অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ প্রমুখ।

জেলা পুলিশ জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছিলেন, ‘বাংলাদেশের কোনও মানুষ গৃহহীন থাকবে না’। প্রধানমন্ত্রীর এ বক্তব্যের পর ‘সকলের জন্য আবাসন’ প্রকল্পে যুক্ত হয়ে বাংলাদেশ পুলিশ দেশের প্রতিটি থানায় একটি করে গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণ শুরু করে। এ কর্মসূচির আওতায় ময়মনসিংহের ১৪টি থানায় ৪১৫ বর্গফুট আয়তনের তিন কক্ষ বিশিষ্ট ১৪টি ঘর হস্তান্তর করা হয়।

এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর