বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

কিশোরগঞ্জে সরোবরে ডুবে অজ্ঞাত যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৩, ১১:৩৪ পিএম

শেয়ার করুন:

loading/img

কিশোরগঞ্জে সরোবরে ডুবে এক যুবকের (৩৫) মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) বেলা আড়াইটার দিকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তার পরিচয় জানা যায়নি।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের নান্দলা গ্রামের একটি সরোবরে স্নান করতে গিয়ে নিখোঁজ হয় এই যুবক। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়।


বিজ্ঞাপন


কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারি বলেন, খবর পেয়ে ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে দুপুর আড়াইটার দিকে তার মরদেহ উদ্ধার করে। যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানান তিনি। তবে তার নাম পরিচয় জানা যায়নি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন