শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

ট্রাকের ধাক্কায় ঝরল ২ মোটরবাইক আরোহীর প্রাণ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৩, ০৪:২১ এএম

শেয়ার করুন:

loading/img

দ্রুতগামী ট্রাকের ধাক্কায় চট্টগ্রামের রাউজানে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার পোমরা প্রজেক্ট গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে দ্রুত আহতাবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়ে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


নিহতরা হলেন- চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী ধলই বাড়ির মন্টু চৌধুরীর ছেলে জয় চৌধুরী (২৮) এবং রাঙ্গুনিয়া উপজেলার বুড়ির দোকান এলাকার দোলন তালুকদারের ছেলে অন্ত তালুকদার (২৮)। এরমধ্যে জয় ফায়ার সার্ভিসের কর্মী বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আশেক জানিয়েছেন, রাত পৌনে ৯টার দিকে রাউজান এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় ওই দুই যুবককে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশ ফাঁড়ির এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে- অজ্ঞাত একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে।

/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর