কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় গাছ লাগানো কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় সহোদর দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে হোসেনপুর উপজেলার সাহেদল ইউনিয়নের পূর্ব কুড়িমারা এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন-শামসুল ইসলামের ছেলে মাহমুদুল হাসান আলমগীর ও তার ছোট বোন নাদিরা খাতুন।
এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, দীর্ঘদিন যাবত নিহত আলমগীর ও নাদিরার চাচা আব্দুল কাদিরের সাথে তার পিতা শামছুল ইসলামের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। আজ সকালে জমির সীমানায় গাছ লাগানোর সময় চাচা আব্দুল কাদিরের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তখন ঘটনাস্থলে দেশীয় অস্ত্র দা ও কুড়াল দিয়ে মাহমুদুল হাসান আলমগীরকে কুপিয়ে হত্যা করে চাচা আব্দুল কাদির ও তার লোকজন। এসময় নাদিরা আক্তার তার মা আছমা আক্তার, ভাই হুমায়ুন কবির ও সালমান আহত হয়। প্রথমে আহতদের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করলেও উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পথে নাদিরা আক্তার মারা যায়।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত কওে ঢাকা মেইলকে জানান, ঘটনার পরপরই পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ঘটনার স্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে