বরগুনা থেকে বিআরটিসি বাসে পুলিশ প্রহরায় মাদক মামলায় অভিযুক্ত ২ কিশোর আসামিকে যশোর নিয়ে যাবার সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাহমুদ (১৬) নামের এক আসামি পালিয়ে গেছে।
মঙ্গলবার (১১ জুলাই) সকালে বামনার তুলাতলা নামক বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ৮ জুলাই বামনা থানা পুলিশ ১৯ পিস ইয়াবাসহ মাহমুদ (১৬) ও জনি (১৬) নামের ২ কিশোরকে গ্রেফতার করে। ওই দিনই তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
ওসি মাঈনুল ইসলাম জানান, মঙ্গলবার (১১ জুলাই) সকালে বরগুনা জেলখানা থেকে একজন এএসআই মাহবুব এবং নাঈম ও প্রণব নামের ২ জন কনস্টেবলের প্রহরায় বিআরটিসি বাস যোগে তাদেরকে যশোর কিশোর সংশোধনাগারে পাঠানো হচ্ছিল। বাসটি বামনার তুলাতলা নামক বাসস্ট্যান্ডে থামার সঙ্গে সঙ্গে গাড়ির জানালা দিয়ে মাহমুদ লাফ দিয়ে পালিয়ে যায়। পুলিশ মাহমুদের পিছু ধাওয়া করলে সে খালে ঝাপ দিয়ে সাঁতার কেটে পার হয়ে অদৃশ্য হয়ে যায়।
ওসি আরও জানান, মাহমুদকে গ্রেফতারে তৎপরতা চলছে। আশা করছি দ্রুত তাকে গ্রেফতার করা সম্ভব হবে।
বিজ্ঞাপন
টিবি