মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

নৌকা থেকে নদীতে পড়ে কৃষক নিখোঁজ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮ জুলাই ২০২৩, ০৯:৪৩ পিএম

শেয়ার করুন:

loading/img

মানিকগঞ্জের সাটুরিয়ায় ঘাস কেটে ফেরার পথে খেয়া নৌকা থেকে ধলেশ্বরী নদীতে পড়ে সাজাহান মিয়া নামের এক কৃষক নিখোঁজ হয়েছেন।

শনিবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার গোপালপুর গ্রামে এই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিখোঁজ সাজাহান গোপালপুর গ্রামের হাফেজ উদ্দিনের ছেলে। তিনি দুই সন্তানের জনক।

বরাইদ ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল্লাহ আল সাকি জানান, সকালে ধলেশ্বরী নদীর ওপার থেকে ঘাস কেটে খেয়া নৌকায় বাড়ির দিকে ফিরছিলেন সাজাহান মিয়া। ফেরার পথে হঠাৎ করে তিনি নদীতে পড়ে ডুবে যান। স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেননি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকাল পর্যন্ত চেষ্টা করেও তার সন্ধান পায়নি।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শরিফুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের ৫ ডুবুরিসহ সাতজনের একটি দল নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে চেষ্টা চালায়। নদীতে প্রচুর স্রোত থাকায় তাকে পাওয়া যায়নি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর